২ ও ৫ টাকার
মঙ্গলবার বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজারে এই ধরনের নোটের চলমান ঘাটতি মেটাতে মঙ্গলবার ২ টাকা ও ৫ টাকার নতুন নোট আসছে।
জ্যেষ্ঠ অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত নতুন মুদ্রিত নোটগুলো মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে ছাড়া হবে।
আরও পড়ুন: ঈদে ২৩০০০ কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একটি শাখা, এই নোটগুলো প্রকাশের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
প্রস্তুত করা এসব নোট মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের অন্যান্য অফিস থেকে পর্যায়ক্রমে নতুন নোট ইস্যু করা হবে।
নতুন নোটের রং, মাত্রা, ওয়াটারমার্ক, ডিজাইন এবং অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমান নোটের মতোই থাকবে। নতুন ছাপানো নোটের পাশাপাশি দুই ও পাঁচ টাকার কাগজের নোট এবং ধাতব মুদ্রাও ব্যবহার করা হবে।
আরও পড়ুন: ২৯ জুন বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
নতুন নোট বাজারে ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে