আটক ৩
ঢাকা-আরিচা মহাসড়কে ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাধা দেওয়ায় আটক ৩
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের নেতৃত্বে রবিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় প্রশাসনের কাজে বাধা দেওয়ায় ৩ ব্যক্তি আটক হয়েছেন। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু বকর সরকার।
এদিন উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড ও সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলে।
আরও পড়ুন: বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আটক তিনজনের মধ্যে দুজন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরিয়ানির ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময় তারা বাধা প্রদান করেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়। এছাড়া সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারিচালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। এছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনাসহ গেন্ডা এলাকা থেকে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার-টেবিল, গ্যাসের চুলা ও কাঠের বাক্স ট্রাকে তুলে নেওয়া হয়।
এসব দ্রব্য নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানান ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল নুর, সাভার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারী প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলায় আহত ৭, শ্রমিক গুলিবিদ্ধ
৩ সপ্তাহ আগে
গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে।
এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল গফুর, শাকিল আহম্মদ ও সাফিউল আহাদ সোহাগ নামে তিনজনকে আটক করে।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় ২ জনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মসজিদ কমিটি গঠনের বিষয় নিয়ে দুই দল আলোচনা বসেন। এসময় আলোচনা চলাকালে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শহিদুল আহত হয়, তাকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
মুনতাহাকে হত্যার ঘটনায় গৃহশিক্ষিকাসহ আটক ৩
সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহার লাশ উদ্ধারের ঘটনায় গৃহশিক্ষিকাসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) মুনতাহার বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গত রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে নিখোঁজ হয় শিশুটি।
আটক তিনজন হলেন- গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও আলিফজানের মা কুতুবজান বিবি।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার
নিহত মুনতাহা (৬) কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
স্থানীয়দের দাবি, মুনতাহাকে তার গৃহশিক্ষিকা মার্জিয়া হত্যা করেছেন। এতে তাকে সহযোগিতা করেন তার মা আলিফজান। রবিবার ভোরে মুনতাহার লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন আলিফজান বিবি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, ৭ দিন নিখোঁজ থাকার পর রবিবার মুনতাহার পুঁতে ফেলা লাশ তুলে পুকুরের পানিতে ফেলার সময় স্থানীয়রা মার্জিয়ার মা আলিফজানকে হাতেনাতে আটক করেন।
তিনি বলেন, এ ঘটনায় গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও আলিফজানের মা কুতুবজান বিবিকে আটক করা হয়েছে।
এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মার্জিয়ার বড়িঘর গুড়িয়ে দিয়েছে বলে জানান ওসি মো. আব্দুল আওয়াল।
আরও পড়ুন: ১০ টাকায় দুপুরের খাবার!
১ মাস আগে
সিলেটে ১০৫৪ বস্তা চিনি জব্দ, আটক ৩
সিলেটের জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা এলাকার কাছারপুর গ্রামের মো. সোলাইমান মন্ডল (৩২) এবং ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. বেলাল হোসেন (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লাখ টাকা।
জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, ‘আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে ৯৬ বস্তা চিনি জব্দ, আটক ১
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
৪ মাস আগে
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এরপরই ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদের ফলাফল ঘোষণার পর রবিবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় চরমপন্থী দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা
আটকরা হলেন, কাওসার হালদার, পরাজিত মিলেনুরের ভাই শেখেনুর ও নূর মোহাম্মদ ভোলার ভাই নুর হোসেন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘রবিবার বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপদি পদে নির্বাচন ছিল। এই নির্বাচনে নূর মোহাম্মদের চাচাতো ভাই মিলেনুর রহমান অংশ নিয়ে মাত্র দুই ভোট পান। প্রতিপক্ষ দেওয়ান মো. মনিরুজ্জামন পান ৯ ভোট। চেয়ারম্যান সুমন হালদার বিজয়ী মনিরুজ্জামনের পক্ষে ছিলেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর তার বন্ধু নূর মোহাম্মদ ভোলা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের বারান্দায় সুমন হালদারকে গুলি করে হত্যা করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় তার তিন সহযোগীকে আটক করে পুলিশ। তবে ঘটনার পরপরই নূর মোহাম্মদ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় সুমন হালদারকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো এলাকায় থমথমে অবস্থা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেড মাঝিকে গুলি করে হত্যা
৫ মাস আগে
হবিগঞ্জে বদলির একদিন পর ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত, আটক ৩
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করা হয়।
তিনি মঙ্গলবার (২৫ জুন) সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন।
আরও পড়ুন: নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেক পোস্টে বুধবার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল রবিউলের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানায়।
আটকরা হলেন, ট্রাক চালক কামাল, রমজান ও মনিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে রবিউল সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগনাল দেন।
এ সময় সিগনাল অমান্য করে চালক ট্রাকটি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় রবিউলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ভারতীয় চিনি ভর্তি ট্রাক পুলিশ কনস্টেবলকে চাপা দিলে তিনি মারা যান।
এ ঘটনায় ট্রাক জব্দসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন: নিখোঁজ ৩
৫ মাস আগে
চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে চট্টগ্রামে ৩ জন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। তারা স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন।
বুধবার(৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: র্যাবের পোশাকে ব্যাগভর্তি টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক ১
আটকরা হলেন- মো. বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের জয়নাল আবেদিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামের মো. জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রনি দাশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বুধবার দুপুরে ইউএনবিকে বলেন, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন।
এর আগে, গত ৩ মে একই পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে পরীক্ষা চলাককালীন সময় মো. আব্দুর রৌউফ নামের এক যুবক আটক হন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ২ জন আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ভারতীয় নাগরিক আটক
৭ মাস আগে
বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া: পুলিশের ফাঁকা গুলি, আটক ৩
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করেছেন বিএনপি সর্মথকরা।
এসময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, নারীর মৃত্যু
এসময় বিএনপি কর্মীরা সড়কে মশাল ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে তিনজনকে আটক করে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বুধবার সন্ধ্যা ৭টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। তার প্রায় আধঘণ্টা আগে নগরের বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করেন বিএনপির কর্মী সমর্থকরা। মিছিলটি জিন্দাবাজারের দিকে আসার পর পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মশাল দিয়ে সড়কেই আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
তিনি আরও বলেন, বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।
আরও পড়ুন: ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক
১ বছর আগে
বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
যশোরের বেনাপোল থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
রবিবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোলের পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, পাচারকারীর লাশ উদ্ধার
আটকেরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মো. আজমীর, আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন এবং রুহুল আমীনের ছেলে মো. নুরুজ্জামান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ২: বিজিবি
চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক তিনজন হলেন-জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামের হাসেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
একই গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মাজাহার খান পল্টু ও রায়পুর বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহাবুদ্দিন খান (৪০)।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, স্বর্ণ পাচারকারীরা নিজেদের মধ্যে দ্বন্দের জেরে মারামারি করে আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় তিনজনকে আটক করে।
তিন জনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত আছির উদ্দিন মাস্টার ও মাজাহার খান পল্টুকে পুলিশ উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। দুইজন সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম। আহত দুই জন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আর একজন পুরিশ হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কেউ আহত হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, দুইজন আহত রোগীকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের সদস্যরা। তাদের শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
তিনি আরও বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পরে।
আরও পড়ুন: যশোরের শার্শা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
১ বছর আগে