সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের নেতৃত্বে রবিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় প্রশাসনের কাজে বাধা দেওয়ায় ৩ ব্যক্তি আটক হয়েছেন। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু বকর সরকার।
এদিন উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড ও সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলে।
আরও পড়ুন: বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আটক তিনজনের মধ্যে দুজন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরিয়ানির ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময় তারা বাধা প্রদান করেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়। এছাড়া সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারিচালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। এছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনাসহ গেন্ডা এলাকা থেকে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার-টেবিল, গ্যাসের চুলা ও কাঠের বাক্স ট্রাকে তুলে নেওয়া হয়।
এসব দ্রব্য নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানান ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল নুর, সাভার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারী প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলায় আহত ৭, শ্রমিক গুলিবিদ্ধ