পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ দশ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। নতুন কমিটিতে স্থান পেয়েছেন ৩৮৮ জন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
রাত ৯টা ২০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল পেজে তা প্রচার করা হয়।
আরও পড়ুন: তথ্য ও প্রযুক্তি আইনে জাবি শিক্ষার্থীর ৭ বছরের কারাদণ্ড
এবারের কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ১০০ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন, সহ-যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন।
এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে রয়েছেন মোট ১৪৩ জন।
দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ্বসিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সদ্য সহ-সভাপতি মনোনীত আরিফুল ইসলাম প্রীতম বলেন, ‘ক্যাম্পাস জীবনের রাজনীতি আজ পূর্ণতা পেলো। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন পেলাম। সামনের দিনগুলোয় আরও ভালো কিছু হবে’।
শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেলো। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেলো। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।’
উল্লেখ্য, এ বছরের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৪২ ব্যাচের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান সোহেলকে সভাপতি ও ৪৩ ব্যাচের দর্শন বিভাগের হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
আরও পড়ুন: সাংবাদিক নির্যাতনে জাবির ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জাবির নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা আফসার আহমদের ৬৩তম জন্মজয়ন্তী
১ বছর আগে