ওটিটি প্লাটফর্ম চরকি
'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
বড়পর্দায় আফরান নিশোকে দেখার অপেক্ষা ভক্তদের অনেকদিনের। তার অবসান হতে চলেছে। এই সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকাকে এবার দেখা যাবে বড়পর্দায়। সেই ঘোষণা দিয়েছে ওটিটি প্লাটফর্ম চরকি।
‘সুড়ঙ্গ’ শিরোনামে সিনেমাটির যৌথ প্রযোজনায় থাকছে চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেড। যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। রায়হান রাফীর পরিচালনায় নিশোর বিপরীতে থাকবেন চিত্রনায়িকা তমা মির্জা।
সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে। আশা করা যাচ্ছে, আগামী বছরে দুই ঈদের কোনো একটিতে মুক্তি পাবে।
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
সিনেমার বিষয় নিয়ে সবধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আফরান নিশো ইউএনবিকে বলেন, ‘আমরা খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হইনি। আমরা এক হয়েছি একটা ভালো কাজের জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ এক সঙ্গে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি।’
নিশো আরও বলেন ‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম।’
ভালো একটা কাজ ভক্তদের দিতে পারবে আশা করে নিশো বলেন, ‘যখন স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু যখন খুব ভালোভাবে হবে তখন একটা ভালো কাজ আমরা দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না বলে জানান নিশো।’
আরও পড়ুন: সিলেট চলচ্চিত্র উৎসবে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা
আমি রীতিমতো অবাক হয়েছি: শরীফুল রাজ
২ বছর আগে