পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে দুই বছর লাগতে পারে: বীর বাহাদুর উশৈ সিং
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি স্বীকার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ইঙ্গিত দিয়েছেন যে এতে আরও ‘এক থেকে দুই বছর’ সময় লাগতে পারে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির রজত জয়ন্তী উপলক্ষে ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে উশৈ সিং বলেন, ‘কেউ বা অনেকে বলেন যে শান্তিচুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। আমি মনে করি, পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি এটি সত্যি। আবার শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছ এটাও সত্য। বাকি ধারাগুলো পর্যবেক্ষণের শক্তিশালী জাতীয় কমিটি আছে। যেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ।’ এই কমিটিকে সহযোগিতা করে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর: সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে বলে আশাবাদী পাহাড়ি নেতারা
তিনি আরও বলেন, ‘এই কমিটি মূলত দেখছে কোথায় ধীরগতি, বাধা রয়েছে। এসব সমাধান করে এগিয়ে যাচ্ছে কমিটি। যতটুকু বাকি আছে আমরা সবাই আন্তরিক হলে সমাধান করতে পারব।’
তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়াই শুধুমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও দূরদর্শিতার কারণে দুই পক্ষ মিলে এই সমস্যার সমাধান করা হবে। বিষয়টিকে মন্ত্রী বিশ্বে প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রধানমন্ত্রীর কমিটমেন্ট থেকেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি হয়। যারা আন্দোলন করছিলেন তাদের যত সমস্যা সেগুলো শোনার চেষ্টা করা হয়েছে। তাদের সমস্যা চিহ্নিত করা হয়েছে। তাদের সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার কারণে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি বৈঠক হয়েছে জাতীয় কমিটির। এই দীর্ঘ সমস্যার সমাধানে আমরা একটি জায়গায় পৌঁছে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: উশৈ সিং
উশৈ সিং ইউএনবিকে বলেন, ‘১৯৯৭ সালের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। কারণ তার আন্তরিকতা, মমত্ববোধের কারণেই পার্বত্য এলাকা বর্তমান অবস্থায় এসেছে।’
শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কত সময় লাগতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এতে দুই বছরও লাগতে পারে, আবার এক বছরও। আমরা চাচ্ছি কম সময়ের মধ্যে পরিপূর্ণ শান্তিচুক্তিটি বাস্তবায়ন করতে। এটিই প্রধানমন্ত্রীর নির্দেশনা। আমরা সে চেষ্টাই করছি।’
শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন কোন কোন বিষয়ে হয়নি জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিশেষ করে ভূমির বিষয়টি রয়েছে। এছাড়াও টুকিটাকি কিছু বিষয় আছে। তবে ভূমিই প্রধান। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আমাদের আঞ্চলিক পরিষদের প্রতিনিধিসহ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বসেছিল। আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। আর কিছুটা বাকি আছে, আলোচনা করলে হয়তো বা এগিয়ে যেতে পারব, এই সমস্যার সমাধান হবে আশা করছি।’
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থানীয় কিছু সমস্যা সম্প্রতি হচ্ছে, ‘এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো অশান্তি চাই না। কিন্তু কিছু ঘটনা ঘটছে, কিছু গ্রুপ আছে, চাঁদাবাজি আছে- এসব বিষয়ে মানুষের কোনো জানমালের ক্ষতি না হয় এ বিষয়ে আমরা খুবই সজাগ আছি। কোনো একটা ঘটনা ঘটলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, কোনো ধরনের সমস্যা আমরা চাই না। সকল মানুষকে শান্তিচুক্তি অনুযায়ী থাক আমরা তাই চাই। সবার সঙ্গে আলোচনা করে আমরা এগিয়ে যেতে চাই।
আরও পড়ুন: রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
২ বছর আগে