রন তাস নিয়ে বিরোধে
নড়াইলে তাস নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে তাস ফেরত চাওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শোলপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত স্বাগত বৈরাগী (২৫) একই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে শোলপুর দক্ষিণপাড়া গোবিন্দর চায়ের দোকানে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলো। সময় কাটানোর জন্য স্বাগত বৈরাগী একই গ্রামের পিন্টু বিশ্বাসের কাছে রাখা একসেট তাস আনতে যায়। এসময় তাস ফেরত চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পিন্টুসহ কয়েকজন এসে সাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন: দিনাজপুরের বীরগঞ্জে ১ জনকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
বোয়ালমারীতে পরকীয়ার জেরে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা!
২ বছর আগে