আফসান আরা বিন্দু
আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
প্রায় ৮ বছর অভিনয় থেকে দূরে রয়েছেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। শুধু তাই নয়, অভিনয় থেকে বিরতির পর গণমাধ্যমের সামনেও আসনেনি তিনি। অথচ সমসামায়িক অনেকের চেয়ে এগিয়ে ছিল তার ক্যারিয়ারের সম্ভাবনা। ভক্তদেরও এ নিয়ে কিছুটা আক্ষেপ তো ছিলই। অবশেষে সেটি ঘুচতে যাচ্ছে।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে বিন্দুকে। তার সঙ্গে জুটি বেঁধে থাকবেন আরিফিন শুভ। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রথম কোনো কনটেন্টে অভিনয় করবেন এই তারকা।
অনেকদিন পর কাজে ফেরা প্রসঙ্গে আফসান আরা বিন্দু গণমাধ্যমে বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’
আরও পড়ুন: 'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’
পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি /ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
২ বছর আগে