মিজানুর রহমান আরিয়ান
শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ অনেকদিন পর জুটি হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দীর্ঘ সময় পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন শুভ ও বিন্দু।
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ তারিখ থেকে যখন মানুষ দেখা শুরু করবে, তারা কি বলবে তা জানার অপেক্ষায় আছি।’
সিনেমাটা নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে শুভ বলেন, ‘সিনেমাটি নিয়ে প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি।’
অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। খুব করে অপেক্ষায় আছেন ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার। তবে তিনি বেশ নার্ভাস বটে। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিবেন তিনি।
এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে, ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা ও এ এম মজুমদার প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে উনিশ ২০ একটা মন ভালো করা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি সিনেমাটা ভালো লাগে তাহলে তারা যেন তাদের বন্ধু-পরিবার সবাইকে নিয়ে আবারও সিনেমাটা দেখেন এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করেন।’
আরও পড়ুন: আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
১ বছর আগে
নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
চমক দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কয়েকদিন আগেই জানা গিয়েছে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তার নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১।
‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
জানা গেছে ,আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।
আরও জানা গেছে, আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা। আর ভালবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ানের নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমা।
নতুন সিনেমায় আরিফিন শুভ,পরিচালক অনম বিশ্বাস
আরও পড়ুন: বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় যেসব ‘স্টার কিডস’
আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
২ বছর আগে
আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
প্রায় ৮ বছর অভিনয় থেকে দূরে রয়েছেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। শুধু তাই নয়, অভিনয় থেকে বিরতির পর গণমাধ্যমের সামনেও আসনেনি তিনি। অথচ সমসামায়িক অনেকের চেয়ে এগিয়ে ছিল তার ক্যারিয়ারের সম্ভাবনা। ভক্তদেরও এ নিয়ে কিছুটা আক্ষেপ তো ছিলই। অবশেষে সেটি ঘুচতে যাচ্ছে।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে বিন্দুকে। তার সঙ্গে জুটি বেঁধে থাকবেন আরিফিন শুভ। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রথম কোনো কনটেন্টে অভিনয় করবেন এই তারকা।
অনেকদিন পর কাজে ফেরা প্রসঙ্গে আফসান আরা বিন্দু গণমাধ্যমে বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’
আরও পড়ুন: 'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’
পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি /ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
২ বছর আগে