মাহিন্দ্রা
ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন চাকাবিশিষ্ট ‘মাহিন্দ্রা’ গাড়ির ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
বুধবার (৪ জুন) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে হতাহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
তিনি জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ইউএনবিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকজন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। যে বাসটির সঙ্গে ধাক্কা লাগে সেটি ছিল ঢাকাগামী।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
১৮৪ দিন আগে
পঞ্চগড়ে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২
পঞ্চগড়ে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মাহিন্দ্রার চালক জাহিদুল ইসলাম ও পথচারী নুর জাহান।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে একটি ট্রাক বোদায় আসার সময় পৌরসভার খাটো পাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুল কবির জাহিদ ও নুরজাহানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৮ মাসের ইয়াসিন বাবার পর মাকে হারালো, মৃত্যু বেড়ে ১৫
৫৯০ দিন আগে
মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩
মাদারীপুরে জমি হালচাষ করার মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী নিহতের ঘটনা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম(২২) এবং একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার(১০) ও জিহাদ হাওলাদার(৭)।
আরও পড়ুন: রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মামা জহিরুলের সঙ্গে মাহিদ্রায় চেপে জমি হালচাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি।নিহতদের উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শার্শায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
১০৯৭ দিন আগে