বাহারি রঙ
চট্টগ্রামে আ.লীগের জনসভা: বাহারি রঙের পোশাকে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার সকাল থেকে ভিড় করতে থাকেন। এসময় তাদের পরনে বাহারি রঙের গেঞ্জি দেখা যায়।
তারা বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায় থেকে বাস, অটোরিকশা, নৌকা, স্টিমারসহ বিভিন্ন যানবাহনে ভেন্যুতে আসছেন।
সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তায় মাঠে প্রবেশের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ভেন্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে নেতা ও গণমাধ্যমকর্মীদের ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করছে।
পটিয়া, সন্দ্বীপ, রাউজানসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠের ভেতরে অবস্থান নিয়েছেন। প্রতিটি এলাকার শ্রমিকরা একই রঙের গেঞ্জি পরে এসেছেন।
এর মধ্যে পটিয়ার নেতাকর্মীরা লাল গেঞ্জি, সন্দ্বীপের কমলা, রাউজানের নেতাকর্মীরা গোলাপী গেঞ্জি পরে আসেন।
সন্দ্বীপ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে এসেছেন বলে দাবি করেছেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
তিনি বলেন, ‘শনিবার রাতে আমরা বিভিন্ন ট্রলার ও নৌকায় করে রওনা হই। আজ সকাল সাতটায় নেতাকর্মীরা সদর ঘাট এলাকায় প্রবেশ করেন।’
আরও পড়ুন: চট্টগ্রাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত, আ.লীগের জনসভা বিকালে
২ বছর আগে