নেতাকর্মীদের ভিড়
২২তম জাতীয় কাউন্সিল: সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের নেতাকর্মীদের ভিড়
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল করতে শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।
এবারের কাউন্সিলের প্রতিপাদ্য হচ্ছে- বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যাত্রা।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল সাধারণত দুই দিনের হলেও এবার অনুষ্ঠিত হবে একদিন।
এই বছরের জাতীয় কাউন্সিলে প্রায় সাত হাজার কাউন্সিলর অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
সকাল সাড়ে ১০টায় প্রথম অধিবেশন শুরু হবে। দুপুরে খাবার ও নামাজের বিরতি থাকবে।
দলীয় সূত্র বলছে, ২০২৪ সালের প্রথম দিকে ১২ তম জাতীয় নির্বাচনের কথা বিবেচনা করে আওয়ামী লীগ তার কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
আরও পড়ুন: আ.লীগের নেতৃত্বে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের আশা দীপু মনির
যারা নেতৃত্ব গ্রহণ করবেন তারা দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন।
সোহরাওয়ার্দী উদ্যানে নৌকার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ। মঞ্চটি ৮০ ফুট লম্বা ও ৪৪ ফুট চওড়া।
এর আগে সকাল ৭ টায় সম্মেলনে প্রবেশের গেট খুলে দেয়া হয়। এবারের সম্মেলনে প্রবেশের জন্য পাঁচটি গেইট রয়েছে। তার মধ্যে একটি ভিআইপি ও চারটি গেইট রয়েছে প্রতিনিধি ও কাউন্সিলরদের প্রবেশের জন্য।
আরও পড়ুন: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সাদ্দাম-ইনান
আ.লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বিএনপি নেতাদের আমন্ত্রণ
১ বছর আগে
চট্টগ্রামে আ.লীগের জনসভা: বাহারি রঙের পোশাকে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার সকাল থেকে ভিড় করতে থাকেন। এসময় তাদের পরনে বাহারি রঙের গেঞ্জি দেখা যায়।
তারা বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায় থেকে বাস, অটোরিকশা, নৌকা, স্টিমারসহ বিভিন্ন যানবাহনে ভেন্যুতে আসছেন।
সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তায় মাঠে প্রবেশের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ভেন্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে নেতা ও গণমাধ্যমকর্মীদের ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করছে।
পটিয়া, সন্দ্বীপ, রাউজানসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠের ভেতরে অবস্থান নিয়েছেন। প্রতিটি এলাকার শ্রমিকরা একই রঙের গেঞ্জি পরে এসেছেন।
এর মধ্যে পটিয়ার নেতাকর্মীরা লাল গেঞ্জি, সন্দ্বীপের কমলা, রাউজানের নেতাকর্মীরা গোলাপী গেঞ্জি পরে আসেন।
সন্দ্বীপ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে এসেছেন বলে দাবি করেছেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
তিনি বলেন, ‘শনিবার রাতে আমরা বিভিন্ন ট্রলার ও নৌকায় করে রওনা হই। আজ সকাল সাতটায় নেতাকর্মীরা সদর ঘাট এলাকায় প্রবেশ করেন।’
আরও পড়ুন: চট্টগ্রাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত, আ.লীগের জনসভা বিকালে
১ বছর আগে