প্রধানমন্ত্রীর উপহার
চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ৩৪৮ শিক্ষার্থী
চাঁদপুরের হাজীগঞ্জে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)।
মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।
তিনি বলেন, এরাইতো গড়বে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. খলিলুর রহমান।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ৪ লাখ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য এই ট্যাবগুলো দেওয়া হয়েছে।
পরে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সূনীর্মল দেউড়ি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থীর মধ্যে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার
নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীকে উপহার হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা
১ বছর আগে
চাঁদপুরে ৭২ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য চাঁদপুর পৌর এলাকার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো পেয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (২৭ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
আরও পড়ুন: স্বাবলম্বী জমির প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি দিলেন অন্য গৃহহীনকে
সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় এই ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা ছাড়া) নবম ও দশম শ্রেণীর মেধাবী তিনজন করে ছয়জনকে এই ট্যাব দেয়া হবে।
অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে মেধাক্রমে এক থেকে তিন পর্যন্ত যেসব শিক্ষার্থী তারাই এই ট্যাব পাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: খাগড়াছড়ির ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বান্দরবানের ২৩০ টি পাহাড়ি ভূমিহীন পরিবার পাচ্ছেন মাচাংঘর
১ বছর আগে
সুনামগঞ্জে ৯০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন কর্মহীন ৯০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল কর্মহীন এসব পরিবারকে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন।
খায়রুল হুদা চপল বলেন, ‘আমরা আজ ঈদকে সামনে রেখে ৯০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলাম। এর আগেও কর্মহীন পরিবারের সদস্যদের ত্রাণ বিতরণ করেছি। এছাড়া করোনার প্রথম ধাপেও বিভিন্ন সেক্টরের কর্মহীন পরিবারের সদস্যদের নগদ টাকা, চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি।’
আরও পড়ুন: পঞ্চগড়ে ঈদ উপহারে শিশুদের মুখে হাসি
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, পিআইও মানিক মিয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বিপ্লব তালুকদার, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
প্রধানমন্ত্রীর উপহার পেলো সুনামগঞ্জের ৭৫০ কর্মহীন পরিবার
চলমান লকডাউনের কারণে সুনামগঞ্জে ৭৫০ কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রথম দফায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৫০টি কর্মহীন পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: মানবিক সহায়তা পেল ফরিদপুরের ৫ শতাধিক অসহায় মানুষ
বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি করে পেঁয়াজ-লবণ, এক লিটার তেল, চিড়া, মুড়ি, আটা ও সাবান।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রথম পর্যায়ে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার দুই হাজার পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হবে। এজন্য ২০ লাখ টাকা বরাদ্দ এসেছে। ইতোমধ্যেই প্রতি উপজেলার উপহার পাঠিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল মালয়েশিয়া কমিউনিটি
তিনি জানান, সুনামগঞ্জে চলমান লকডাউনজনিত কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে প্রথম দফায় তৃতীয় লিঙ্গ, নাপিত, মুচি, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, রিকশা চালক, দিনমজুরসহ সুনামগঞ্জ পৌর এলাকার ৭৫০ এবং জেলায় দুই হাজার পরিবারকে এ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ রকম উপহার বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
স্বাস্থ্য বিধি মেনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও ইমরান শাহরিয়ার, এনডিসি মো. সম্রাট হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুর রহমান, সহকারী কমিশনার রিফাতুল হক, মেহেদী হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
৩ বছর আগে
প্রধানমন্ত্রীর উপহার: নওগাঁয় বাড়ি পাচ্ছে ১০৫৬টি পরিবার
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁর ১১ উপজেলায় এক হাজার ৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথায় গোঁজার ঠাঁই পাচ্ছেন।
৩ বছর আগে
চৌগাছায় ১৪১ অটিস্টিক শিশুর হাতে প্রধানমন্ত্রীর উপহার
যশোরের চৌগাছার পাশাপোল শহীদ মসিয়ূর রহমান অটিস্টিক বিদ্যালয়ের ১৪১ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
৪ বছর আগে
মাত্র ৫ টাকায় বাসে চড়ার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা
চট্টগ্রামের শিক্ষার্থীরা শিগগিরই মাত্র ৫ টাকা ভাড়ায় বাসে করে যেকোন গন্তব্যে যাতায়াত করতে পারবেন।
৪ বছর আগে