মুখোমুখি অবস্থান
কমিটি নিয়ে কেন্দ্রীয় সভাপতির মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজ ছাত্রলীগ
কমিটি গঠনের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের মুখোমুখি অবস্থানে দাড়িয়েছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকা কলেজের ঠিক পাশে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,ঢাকা কলেজ ইউনিটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে জয়ের গাড়িবহর ঘিরে ফেলে।
ঢাকা কলেজ ছাত্রলীগে জড়িত একাধিক নেতা-কর্মী জানান, তাদের কলেজে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই।
আরও পড়ুন: চট্টগ্রামে আওয়ামী লীগের গণসমাবেশ: পোলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন ইউএনবিকে বলেন,‘আমরা ছাত্রলীগের সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের কোনো পরিচয় নেই। এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব কমিটি ঘোষণা করতে বলছি।’
ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার প্রার্থী ফিরোজ হোসেন বলেন, ‘আমরা সবাই জয় ভাইকে কমিটির জন্য অনুরোধ করেছি। আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী ৬ ডিসেম্বর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের পর কমিটি দেয়ার সুযোগ নেই। তাই আমাদের দাবি,৫ ডিসেম্বরের মধ্যে কমিটি দিতে হবে।
গত ছয় বছর ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলেও তিনি জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় মাঠের বাইরেও দশগুণ মানুষ হবে: তথ্যমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ: আ.লীগের নির্বাচনী স্লোগান প্রকাশ করলেন কাদের
১ বছর আগে