থানায় মামলা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, অবশেষে থানায় মামলা
সিরাজগঞ্জের কামারখন্দে ভয়ভীতি দেখিয়ে ১১ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোতালেব হোসেন নামে এক তেল মিল মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন: ছাত্রাবাসে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন দণ্ড
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, নির্যাতিত শিশুটির পিতা হাট-বাজারে ছোলা-মুড়ি পিয়াজু বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করেন।
তার পিতা প্রায়ই শিশুটিকে দিয়ে বলরামপুর বাজারের একটি মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনাতেন।
সোমবার (৫ডিসেম্বর) দুপুরে মুদি দোকান থেকে ডাল কিনতে পাঠান। শিশুটি ডাল কিনে বাড়ি ফেরার পথে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাজারের পাশে নিজের তেল মিলের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক মোতালেব পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিতা শিশুটির পিতা বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে নির্যাতিতা শিশুটির ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
মামলার আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫
২ বছর আগে