নারী ও শিশু নির্যাতন বন্ধ করি
শেরপুরে জয়িতা সম্মাননা পেলেন ১০ নারী
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’-এমন শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শেরপুরে ১০জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবসে শেরপুরে জেলা ও সদর উপজেলা পর্যায়ে ১০ কৃতি নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ১০ জয়িতাকে সংবর্ধনা
জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফারজানা ববি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী রেনিতা নকরেক, সফল জননী আশরাফুন্নিসা মুসলিমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা দিলশাত জাহান ডালিয়া এবং সমাজসেবায় অবদান রাখা স্বেচ্ছাসেবী সোহাগী আক্তার।
এছাড়া সদর উপজেলায় একইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত পাঁচ জয়িতা হলেন, শারমিন রিমা, মঞ্জুয়ারা বেগম, রেশমা বেগম, দিলশাত জাহান ডালিয়া ও সোহাগী আক্তার।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফল কবীর-এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, নারী নেত্রী আইরিন পারভীন, ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভোলায় জেলা পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী
জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১ এর পর্দা নামল
২ বছর আগে