সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ
সাবেক সচিব কামাল এনএইচআরসির নতুন চেয়ারম্যান
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসের একদিন আগে এই নিয়োগ দেয়া হয়।
যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক এই সচিবকে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯’ অনুযায়ী নিয়োগ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবনিযুক্ত এনএইচআরসি চেয়ারম্যান তার মেয়াদে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো বেতনসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন: মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন প্রফেসর বিশ্বজিৎ চন্দ
মানবাধিকার কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি
লালমনিরহাটে কোরআন অবমাননার ঘটনা ঘটেনি: মানবাধিকার কমিশন
১ বছর আগে