জনসাধারণের
বাবুবাজার, পোস্তগোলা, বছিলা সেতুতে জনসাধারণের ও যানবাহন চলাচলে কড়াকড়ি
ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজধানীর প্রবেশ পথ পোস্তগোলা সেতু ও বাবুবাজার সেতু ও বছিলা সেতু পুলিশ ও সরকার দলীয় কর্মীরা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে।
শনিবার ঢাকা জেলা পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সকাল ৬টা থেকে এ তিনটি সেতু ও ঢাকা মাওয়া রোড, নবাবগঞ্জ দোহার রোড তাদের দখলে নিয়েছে।
এছাড়া, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বছিলা সেতু, ঢাকা মাওয়া রোড, কদমতলী, জিনজিরা ফেরীঘাট ও খোলামুড়া লঞ্চঘাট থেকে জনসাধারণ ও সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। ব্যারিকেড দেয়ার কারণে হাসপাতালে আসা রোগী, দিনমজুর ও পেশাজীবীরা আজ কেরানীগঞ্জ থেকে রাজধানীতে যেতে না পেরে নিরুপায় হয়ে বাড়িতে ফেরত গেছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে সে কারণে জনগনের যান ও সম্পদ রক্ষায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ গ্যাস পাইপ বিস্ফোরণে যুবক দগ্ধ
অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল অফিসার শাহাবুদ্দিন কবির জানায়, জনসাধারণকে নিরাপত্তা দিতে শুক্রবার থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ টহলে রয়েছে। এ সকল পুলিশ সদস্যরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন পর্যন্ত জনগণের যান ও মালের নিরাপত্তা নিয়ে কাজ করবে। রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ঢাকার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ ও সিরাজদীখানের জনগণ চরম ভোগান্তিতে পড়েছে।
বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক আ্যডভোকেটের নিপুন রায় জানায়, ১০ ডিসেম্বর বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কেরানীগঞ্জের পাড়া মহল্লায় বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষদের হয়রানি করছে। গত ১০ দিনে কেরানীগঞ্জ থেকে ৫৫ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। এখনও পুলিশি হয়রানি অব্যাহত আছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জ মাদরাসা থেকে পালিয়ে যাওয়া ৩ শিক্ষার্থী চাঁদপুরে উদ্ধার
১ বছর আগে