কিশোর খুন
বাগেরহাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যে খেলা চলাকালে উপজেলার সমাদ্দারখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত টুটুল হাওলাদার (১৬) মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, মোড়েলগঞ্জের গুলিশাখালি সমাদ্দার বাজারে স্থানীয়রা শুক্রবার রাতে টিভির পর্দায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় টুটুল হাওলাদারের সঙ্গে রুবেল সমাদ্দারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল সমাদ্দার টুটুল হাওলাদারকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: সুদে পাঁচ হাজার টাকা দিয়ে ৫ লাখ টাকা দাবি, কৃষকের আত্মহত্যা!
ওই রাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম আরও জানান, টুটুল হাওলাদারের সঙ্গে রুবেল সমাদ্দারের পূর্ব থেকে বিরোধ ছিল। খেলা দেখার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রুবেল এক পর্যায়ে টুটুলকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশ আরও জানান,আসামিকে ধরতে পুলিশের একাধিক সদস্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
পুলিশের সামনে থেকে যুবলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা
২ বছর আগে