ট্রলিচাপা
পাবনায় ট্রলিচাপায় পুলিশ কনস্টেবল নিহত
পাবনায় বালুবোঝাই ট্রলিচাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে পেছন থেকে মাসুদ রানাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
৩ দিন আগে
কুষ্টিয়ায় সড়কে ঝরল শিশুর প্রাণ
কুষ্টিয়ার মিরপুরে ট্রলিচাপায় আরিয়ান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ দুঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের বয়স ৬ বছর। সে ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মাফিজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়রা জানান, শনিবার সকালে কচুয়াদহ গ্রামে বাড়ির সামনের রাস্তায় খেলছিল আরিয়ান। এমন সময় ইট বোঝায় একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, নিহত ওই শিশু তার বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এমন সময় ইট বোঝায় ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুত্ব আহত হয় সে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
২ বছর আগে