কুড়িগ্রামের ধরলা সেতু পূর্বপাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে ট্রলিচালক আবুল হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যাত্রাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক আবুল হোসেন কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
স্থানীয়রা জানান, আবুল হোসেন ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাওয়ার পথে ধরলা সেতুর পূর্ব পাড়ে বাক ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তারই ওপর উল্টে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’