২টি মোটরসাইকেলে আগুন
মুগদায় আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, ২টি মোটরসাইকেলে আগুন
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং পুলিশ নিশ্চিত করেছে যে, সংঘর্ষের সময় যুবদলের কর্মীদের মালিকানাধীন দুটি মোটরসাইকেল ক্ষমতাসীন দলের কর্মীরা পুড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: জনগণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার রায় দিয়েছে: খসরু
সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আজ সকাল ১১টায় বহুল প্রত্যাশিত বিভাগীয় সমাবেশ শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীরা গোলাপবাগ সমাবেশস্থলে ভিড় করেন।
পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও বিএনপির লোকজনের ‘কোনো নাশকতামূলক কর্মকাণ্ড’ ঠেকাতে শহরের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকায় বিএনপি সমর্থকদের পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: ঢাবিতে ৫ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রলীগ
ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ: ১০ দফা দাবিতে একযোগে সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা
২ বছর আগে