সোনারগাঁও
না’গঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের আগুনে পুড়েছে একটি বাস। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকসহ আহত ২
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি।
তবে আমরা ধারণা করছি, কোনো মাদকাসক্ত ব্যক্তি হয়তো সিগারেটের আগুন বাসের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ভোর থেকেই নারায়ণগঞ্জের লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধির ওপর হামলা!
২ বছর আগে