৯৯৯-এ কল
রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ছেলের দায় স্বীকার!
নরসিংদীর রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে খুনের দায় স্বীকার করেছেন এক ‘মাদকাসক্ত’ ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ মে) উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঞ্জেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইয়াসিন (২৮), নিহত হাজী আইনুল হকের (৭০) দ্বিতীয় ছেলে।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
নিহত আইনুল হকের বন্ধু হাজী আলম ভূইয়া বলেন, আইনুল হক প্রায়ই তার নেশাগ্রস্ত ছেলে ইয়াসিনের বিষয়ে কথাবার্তা বলতেন। তিনি তার ছেলেকে ভয়ও পেতেন। ছেলের ভয়ে নরসিংদীতে একটি বাড়িও বিক্রি করে ফেলেছিলেন তিনি।
এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন জানান, ‘দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯- এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় আনা হয়েছে।’
ওিসি বলেন, ‘সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ: মা ও ছেলেকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছিলেন।
এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
আত্মহত্যার চেষ্টা করা বাবুল সিদ্দিকী (৪২) চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মোবাইল মেকানিক।
পুলিশ জানায়, রবিবার রাতে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এছাড়া বাবুল এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্বজনরা।
তার পরিবারের লোকজন জানায়, রবিবার তিনি তার পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।
পরবর্তী ঘটনাস্থলে চিলমারী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সিলিং করান।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন।
৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, মা ও শিশু গুরুতর আহত
২ বছর আগে