ইশরাকসহ ৯ নেতাকর্মী
১০ ডিসেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে ইশরাকসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১০ ডিসেম্বর যাত্রাবাড়ীতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় কার্যনির্বাহী কমিটির সদস্য বিএনপি নেতা ইশরাকসহ নয়জন জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলীর অভিযোগের ভিত্তিতে সোমবার যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়।
মামলাটি পেনাল কোড, ১৮৬০ এবং বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে ইশরাকসহ বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই দিন যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, বোমা নিয়ে হামলা করে। এছাড়া পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়া হয়।
তারা হত্যাচেষ্টাসহ হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে, পুলিশের গাড়ি ভাংচুর করে এবং এলাকা থেকে বোমার কিছু অংশ উদ্ধার করে।
মামলার অন্য আসামিরা হলেন-ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার, এমডি জামশেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হক। হাসান শখ, শুভ হাসান বাবু, মো. কাউসার, বাদল সরদার।
আরও পড়ুন: রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীতে বিএনপি নেতা ইশরাকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
২ বছর আগে