মাজবাউল হক
ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে বিবি’র পর্যবেক্ষক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
জামানত ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ঋণ অনুমোদনের খবর প্রকাশের পর সোমবার এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক (বিবি)। দুটি ব্যাংকই চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন।
বিবি’র মুখপাত্র মাজবাউল হক ইউএনবিকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী দুই ব্যাংককে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশাবলী অনুসরণ করা হচ্ছে কি না পর্যবেক্ষকরা তা পর্যবেক্ষণ করবেন।
ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক করা হয়েছে। আর পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ৩ ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ ‘কেলেঙ্কারি’: জড়িতদের তালিকা চান হাইকোর্ট
এর আগে ঋণ অনিয়ম ও জঙ্গি অর্থায়নের অভিযোগে ২০১০ সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বিবি।
এরপর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (তৎকালীন মহাব্যবস্থাপক) পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকের বিভিন্ন সভায় যোগ দিতে থাকেন। ২০১৭ সালে, ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছিল যখন বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণে ছিল।
এরপর ২০২০ সালের মার্চে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষককে সরিয়ে দেয়। তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংক থেকে পর্যবেক্ষককে অপসারণের অনুমোদন দেন।
এখন আবার প্রশ্ন উঠেছে বিশাল ঋণ অনিয়মের।
ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঋণ অনিয়ম সোনালী ব্যাংকের হলমার্ক, বেসিক ও ফারমার্স ব্যাংকের অনিয়মের চেয়েও ভয়াবহ বলে মনে করেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
৫ ইসলামী ব্যাংকে তারল্য সংকটে ৪০০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে