২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত
দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় নিচে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকছে পথ-ঘাট।
বুধবার দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নভেম্বরের শুরু থেকে রাতে শীতের হালকা পোশাক ও দিনের বেলায় কিছুটা গরম আবহাওয়ায় ফ্যান চালাতে হয়েছে। মধ্য ডিসেম্বরে এসে বাড়তে শুরু করেছে শীত, হিমেল হাওয়ার প্রভাবে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।
দিনাজপুরের আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে এই সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পর থাকতে পারে হালকা শৈত্য প্রবাহ, বাড়তে পারে কনকনে ঠাণ্ডা।
আরও পড়ুন: ঝিনাইদহে শীতের আমেজে ঘরে ঘরে ‘কুমড়ো বড়ি’ তৈরির হিড়িক
বিএনপি শীতের পাখি: তথ্যমন্ত্রী
সম্পত্তি নিয়ে বিরোধ, অশীতিপর বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে!
২ বছর আগে