নাফিসা রুম্মান মেহনাজ
'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
গাঁটছড়া বাঁধলেন ব্যাচেলর পয়েন্ট-এর 'কাবিলা' খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে সম্প্রতি নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিয়ে হয়েছে তার।
পলাশ জানান, তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ তাদের আত্মীয়। আর বিয়ের সবকিছুই পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, পলাশের সহধর্মিণী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: বউ সেজে ঐন্দ্রিলার শেষ জন্মদিন
পলাশ ও নাফিসার বিয়ে সম্পন্ন হয় বেশ কিছুদিন আগেই। তবে কাজের ব্যস্ততার কারণে এখনও বড় কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমিসহ শুধু তার পরিবারের সদস্যরা।
বিয়ে প্রসঙ্গে পলাশ ইউএনবিকে বলেন, ‘পরিবারের পছন্দে আমরা এক হয়েছি। আমাদের দাম্পত্যজীবন ভালো যাচ্ছে। সবার কাছে দোয়া চাই।’
ছোট পরিসরে বিয়ে হওয়ায় বন্ধু ও পরিবারের অনেক সদস্য বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
বান্নাহর নতুন ধারাবাহিক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’
২ বছর আগে