নেতাকর্মী আহত
নাটোরে প্রতিপক্ষের হামলায় ৭ আ.লীগ নেতাকর্মী আহত
পূর্ব বিরোধের জেরে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক বাবলুসহ দলটির স্থানীয় অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে বাবলুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সমর্থকরা।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ ও মানবপাচার মামলার পৃথক রায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এ সময় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুন্নুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শুক্রবার এলাকার একটি ইফতার মাহফিল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানান এলাকাবাসী।
গোলযোগের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: বিএনপির কর্মসূচিতে হামলা: নাটোরে আ.লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ
১ বছর আগে
বিএনপির পদযাত্রা: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান বলেন, সকাল ১০টার দিকে ইউনিয়ন পর্যায়ে তাদের নির্ধারিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তারা একটি মিছিল বের করে।
মিছিলটি পাঁচরুখীতে পৌঁছালে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে ১২ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ১০ দফা দাবিতে দেশের সব ইউনিয়নে পদযাত্রা শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
সিলেটে মিছিল থেকে ফেরার পথে শিবিরের ৮ নেতাকর্মী আটক
১ বছর আগে
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
নড়াইলে বিজয় দিবসে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।
বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছরের মতো ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শিল্পকলায় স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে পুলিশের সামনে ছাত্রলীগের নেতৃত্বে আমাদের বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে পাঁচ থেকে ছয় জন নেতাকর্মী আহত হয়। এ সময় আমাদের ফুলের বেদি ভেঙ্গে ফেলে ও ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মাহমুদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি।
আরও পড়ুন: নড়াইলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২
নড়াইলে গলায় কলসি বাঁধা অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
২ বছর আগে