নড়াইলে বিজয় দিবসে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।
বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছরের মতো ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শিল্পকলায় স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে পুলিশের সামনে ছাত্রলীগের নেতৃত্বে আমাদের বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে পাঁচ থেকে ছয় জন নেতাকর্মী আহত হয়। এ সময় আমাদের ফুলের বেদি ভেঙ্গে ফেলে ও ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মাহমুদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি।
আরও পড়ুন: নড়াইলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২