সোনার বাংলা ট্রেন
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ইরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয়পুর বাজারের পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ইরাজুল কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে সকালে কুমিল্লায় আসেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ছিলেন ইরাজুল ইসলাম। প্রতিদিনের মতো বিজয়পুর স্কুলের সামনের রেললাইনে কাজের অপেক্ষায় ছিলেন তারা।
হঠাৎ ট্রেন আসার শব্দে দৌড়ে রেললাইন পার হতে পারলেও ইরাজুল ফেলে আসেন নিজের জামা-কাপড় ও জিনিসপত্রের ব্যাগ।
পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় তার মাথা, নাক, মুখ ও হাত থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ইরাজুলের সহযোগীদের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১ বছর আগে