বখাটের সঙ্গে
পাবনায় মেয়েকে বিয়ে না দেয়ায় ছুরিকাঘাতে বাবা নিহত
পাবনায় বখাটের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
ফরিদ তাঁর মেয়েকে বখাটে অনিক হোসেনের সঙ্গে বিয়ে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে আহত র্যাবের তথ্যদাতার মৃত্যু
নিহত ফরিদ ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামের বাসিন্দা। পেশায় রংমিস্ত্রি অভিযুক্ত অনিক হোসেন (২৬) একই গ্রামের ইয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সঙ্গে বখাটে অনিক হোসেনের বিয়ে ঠিক হয়। বখাটে স্বভাবের কারণে পরে মেয়ের পরিবার বিয়ে ভেঙে দেয়। এরপর মাস ছয়েক আগে ফরিদ হোসেন তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন।
তারপর থেকে ওই ছেলে নানাভাবে মেয়ের পরিবারের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অনিক।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় আড়াইশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
সীতাকুণ্ডে ‘চোরে’র ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত
২ বছর আগে