র্যাব-৩
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য আটক: র্যাব
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে আটকদের কাছ থেকে তিনটি অ্যান্টি-কাটার, ১৪টি ব্লেড, দুটি ছুরি, চারটি সুইচ গিয়ার, ৩৭টি মোবাইল, ছিনতাইয়ে ব্যবহৃত কিছু অস্ত্র ও নগদ ২৭ হাজার ৭৩ টাকা জব্দ করেছে র্যাব।
আরও পড়ুন: চাঁদপুরে লঞ্চে ছুরিকাঘাতে যাত্রী নিহত, আটক ৮
বরগুনায় ৩ আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা, আটক ২
১ বছর আগে
রাজধানীতে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর হাতিরঝিল ও কেরানীগঞ্জ এলাকা থেকে পৃথক অপরাধে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদক মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. শেখ ফরিদ ও চেক জালিয়াতির দায়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডা. এমএম শামীমুজ্জামান।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে হাতিরঝিল এলাকা থেকে ফরিদ ও কেরানীগঞ্জ থেকে শামীমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: লোহাগাড়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
অধিনায়ক জানান, শেখ ফরিদের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর মাসে চট্রগ্রামের কোতোয়ালি থানায় মাদক মামলা এবং এমএম শামীমুজ্জামানের বিরুদ্ধে ২০১৭ সালের অক্টোবর মাসে পিরোজপুর সদর থানায় চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে পথরোধ করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
১ বছর আগে