স্ত্রীর লাশ
মাঠে পড়েছিল স্ত্রীর লাশ, স্বামীর লাশ ঝুলছিল গাছে
বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী মনিরুজ্জামান ও স্ত্রী রেহানা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, কেউ বা কারা দিবাগত রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে রেহানাকে হত্যা করে তার লাশ মাঠে ফেলে এবং মনিরুজ্জামানকে হত্যা করে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।’
১৭৪ দিন আগে
নিখোঁজ ডায়েরি করতে এসে থানায় মিলল স্ত্রীর লাশ
চাঁদপুর সদর উপজেলার দোকানঘর পশ্চিম রামদাসদী গ্রামের বাসিন্দা কালু বেপারী স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে সাধারণ ডায়েরি করতে এসেছিলেন সদর মডেল থানায়। কিন্তু তার আর সাধারণ ডায়েরি করার প্রয়োজন হয়নি।
পুলিশের সঙ্গে কথা বলে থানায় মিললো স্ত্রী তৈয়মুন্নেছার (৬০) লাশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালু বেপারী থানায় আসেন। পুলিশ তার স্ত্রী বর্ণনা শুনে লাশ দেখতে বলেন। লাশ দেখে তিনি শনাক্ত করেন স্ত্রীকে।
আরও পড়ুন: দিনাজপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির জানান, বৃহস্পতিবার দুপুরে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং নিখোঁজ হন। কোথায়ও পাওয়া যায় নি। শুক্রবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়দের ফোন আসে একজন নারীর লাশ পড়ে আছে।
পরে ঘটনাস্থল ধনপর্দি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্বামী কালু বেপারী জানান, তার স্ত্রীর কিছুটা মানসিক রোগ আছে। একই সঙ্গে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। প্রায় সময় তিনি পরিবারের সদস্যদের না জানিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেতেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে কাউকে না বলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর ফিরে না আসায় এবং বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে সকালে থানায় এসে দেখেন স্ত্রীর লাশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার হওয়া নারীর পরিবারের কোন অভিযোগ নেই। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: তামাবিলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
১০৮৫ দিন আগে