স্ত্রীর লাশ
নিখোঁজ ডায়েরি করতে এসে থানায় মিলল স্ত্রীর লাশ
চাঁদপুর সদর উপজেলার দোকানঘর পশ্চিম রামদাসদী গ্রামের বাসিন্দা কালু বেপারী স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে সাধারণ ডায়েরি করতে এসেছিলেন সদর মডেল থানায়। কিন্তু তার আর সাধারণ ডায়েরি করার প্রয়োজন হয়নি।
পুলিশের সঙ্গে কথা বলে থানায় মিললো স্ত্রী তৈয়মুন্নেছার (৬০) লাশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালু বেপারী থানায় আসেন। পুলিশ তার স্ত্রী বর্ণনা শুনে লাশ দেখতে বলেন। লাশ দেখে তিনি শনাক্ত করেন স্ত্রীকে।
আরও পড়ুন: দিনাজপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির জানান, বৃহস্পতিবার দুপুরে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং নিখোঁজ হন। কোথায়ও পাওয়া যায় নি। শুক্রবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়দের ফোন আসে একজন নারীর লাশ পড়ে আছে।
পরে ঘটনাস্থল ধনপর্দি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্বামী কালু বেপারী জানান, তার স্ত্রীর কিছুটা মানসিক রোগ আছে। একই সঙ্গে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। প্রায় সময় তিনি পরিবারের সদস্যদের না জানিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেতেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে কাউকে না বলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর ফিরে না আসায় এবং বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে সকালে থানায় এসে দেখেন স্ত্রীর লাশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার হওয়া নারীর পরিবারের কোন অভিযোগ নেই। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: তামাবিলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে