পৃথক সড়ক দুর্ঘটনা
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
সাভারে গেন্ডা ও ব্যাংকটাউন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) ভোরে মহাসড়কের ব্যাংক টাউনে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নেত্রকোণা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন বাসের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এ সময় হেলপার আনোয়ারুল বাসটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়।
আরও পড়ুন: মার্কিন বিমান হামলায় ইয়েমেনে কারাগারে ৬৮ অভিবাসী নিহত
এছাড়া রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার চাপায় হৃদয় চন্দ্র দাশ ও একই এলাকার অর্চণা রানী ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে লাশগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
৪ দিন আগে
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক ও হেলপার নিহত হয়েছে। অন্যদিকে, জেলা শহরে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টায় জেলা শহরের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাকচালক সুমন মিয়া (৪০)। তবে এর প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকের হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
দুর্ঘটনার বিষয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আবুল কাশেম নামের এক ব্যক্তি। এ সময় নওগাঁ শহরগামী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা পিকআপটিকে জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই আবু তাহের।
১৫০ দিন আগে
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাক কর্মী নিহত
গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার ও শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক পোশাক কর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ি থানার মন্ডালিয়া পাড়া গ্রামের বিলকিস আক্তার ও গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নিলয় সরকার।
পোশাক কর্মী বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। নিলয় নগরের পূবাইলের ম্যাটসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ‘রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস বিলকিস আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এদিকে, সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল ৭টায় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাজেন্দ্রপুর বাজারে যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন।
১৬৬ দিন আগে
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম বলেন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করে পেছন থেকে সেই ট্রাকে উঠতে যেয়ে নিচে পড়ে যান চালকের সহকারী শাহীন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাককে বুধবার মধ্যরাতে পেছন দিক থেকে ধাক্কা দেয় খুলনাগামী একটি পণ্যভর্তি ট্রাক। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান তিনি।
৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৭০৮ নিহত, আহত ২৪২৬: যাত্রী কল্যাণ সমিতি
৩২৩ দিন আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ও শুক্রবার (৭ জুলাই) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে ও বগুড়া-রংপুর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে পিন্টু পাহান (২০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে আল ইমরান (৩৫)।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
জানা যায়, জেলার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) ভোররাতে উপজেলার কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতগামী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
অপরদিকে, বগুড়া সদরে ট্রাকচাপায় আল ইমরান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
৬৬৫ দিন আগে
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সাতক্ষীরা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াব হোসেন (৫৮)। তিনি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পথরঘাটা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের শফৎ উল্লাহর ছেলে বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল (৪৫)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় তোয়াব হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে শাকদহা এলাকায় মাহমুদ কলি মন্ডল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাহমুদ কলি মন্ডলের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পিছনে থাকা ইকরাম হোসেনের পুত্র রাসেল আহত হন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয় গুলো নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
৭০২ দিন আগে
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈদুল ফিতরের দিন (২২ এপ্রিল) যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও দুইজন।
নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলা সদরের দোহাকুলা এলাকার বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে আল-আমিন (২১)। সে বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। নিহত অন্যজন যশোর শহরের আরএন রোড এলাকার ঐশী (১৯)। এছাড়া আহত হয়েছেন তার স্বামী ইসমাইল (২২) ও দেবর তানজীম (৫)।
স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আল-আমিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা সােয়া ১১টার দিকে বড়ভাই ইমনকে বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় আল-আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে অপর সড়ক দুর্ঘটনায় ঐশী নামে এক গৃহবধূ মারা গেছেন।
ঐশীর শাশুড়ি আঁখি বেগম বলেন, ছোটছেলে তানজীমকে নিয়ে আমার বড়ছেলে ইসমাইল ও বৌমা ঐশী মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে যশোর শহরের মণিহার-বকচর সড়কের র্যাব-৬ ক্যাম্পের সামনে পৌঁছালে দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বৌমা মারা যায় এবং গুরুতর অবস্থায় আমার দুই ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষিশ রায় জানান হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী এবং ঘটনাস্থলে মারা গেছেন ওই গৃহবধূ। ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৭৪০ দিন আগে
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় এক পথচারীকে দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত উজ্জ্বল মৃধা (৩৫) শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে।
অন্যদিকে, রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এক ট্রাকচালক চাকা মেরামত করার সময় পেছন থেকে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলীর (৩৮) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগে।
শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদেরকে চাপা দেয়।
ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।
হাবিবুর রহমান (৬৫) নামে আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মোল্লা জানান, অজ্ঞাতপরিচয় এক জনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
৭৭৬ দিন আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব (২৩) নামে এক কলেজছাত্র ও শ্রীপুরের টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে জিসান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান জানান, মঙ্গলবার বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবির হোসেন নিরব নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত নিরব সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। সে মাগুরা শহরের কলেজ পাড়ার আলমগীর হোসেনের ছেলে।
তিনি বলেন, অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের গোয়ালদহে সার্কাস দেখে বাড়িতে ফেরার পথে টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে ষষ্ঠ শ্রেণির ছাত্র জিসান শেখ আহত হয়। আহত অবস্থায় দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিসান রাজাপুর গ্রামের কিরন শেখের ছেলে।
তিনি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
৮০৭ দিন আগে
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র সহ দুই জন নিহত হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া বেলতলায় করিম হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত করিম হোসেন সদর উপজেলার খাজুরা গ্রামের শাজাহান হোসেনের ছেলে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিহত করিমের চাচা আব্দুল লতিফ জানান, রবিবার সকালে বাড়ি থেকে মটর সাইকেল যোগে সাগর ও করিম ট্রেনিং করার জন্য,যশোর আসছিল। সাগর মটরসাইকেল চালাচ্ছিল করিম পিছনে বসেছিল।
যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে যশোর গামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় করিম মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার পিছনে চাপা দিয়ে চলে যায়। ও সাগর হোসেন রাস্তার পাশে পড়ে যাওয়ায় সুস্থ আছে।
পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে করিম হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত ঘোষণা করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসটিকে আটক করা সম্ভব হয়নি আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার গরীব পুর চাঁন গ্রামের সড়কে সজীব হোসেন (১৯) নামে এক কলেজছাত্র মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে।
নিহত কলেজ ছাত্র সজীব হোসেন মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং মনিরামপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীব হোসেনের মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্র নিহত
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত
৮৩৮ দিন আগে