পোকেমন
পোকেমনে আর দেখা যাবে না অ্যাশ-পিকাচুর বন্ধুত্ব
হাসিমুখে চার পায়ে দৌড়ে হলুদ রঙের ছোট্ট এক প্রাণী এক বালকের কাঁধে উঠে বসল। বালকটি তার মাথায় হাত বুলিয়ে দিতেই বলে উঠল ‘পিকা, পিকা…’। আশা করি এরপর আর বর্ণনা দিতে হবে না। কার্টুন যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন পিকাচুর কথা বলা হচ্ছে। আর বালকটি হচ্ছে অ্যাশ কেচাম। নব্বইয়ের দশকের শিশুদের টেলিভিশন পর্দায় নিত্য সঙ্গী পোকেমন-এর মুখ্য দুই চরিত্র।
শুধু যে শিশুদের তা কিন্তু নয়, বড়রাও যারা অ্যানিমে পছন্দ করেন তারা দিব্বি দেখে চলেছেন পোকেমন। চলেছেন এ কারণে যে, এই কার্টুন সিরিজ বা অ্যানিমে সিরিজ এখনও চলছে। আরও অনেকদিন চলবে। তবে দুঃখ করেই বলতে হয় পোকেমনের প্রযোজকরা ঘোষণা দিয়েছেন যে অ্যাশ ও পিকাচুকে দেখা যাবে না নতুন পর্বগুলোতে। তারা জানিয়েছেন, ২০২৩ সালের এপ্রিলে সিরিজটিকে নতুন আঙ্গিকে আনা হবে এবং সেখানে থাকবে না অ্যাশ-পিকাচু জুটি।
আরও পড়ুন: খাদ্যতালিকায় ৫ খাবার নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস
২০০৬ সাল থেকে কেচামসহ বেশ কয়েকটি চরিত্রের ইংরেজি কণ্ঠ দেয়া অভিনেত্রী সারাহ নাটোচেনি বলেন, আমার জন্য এটি একটি অসাধারণ সুযোগ ছিল। শেষ অধ্যায়ে যাই থাকুক না কেন, অন্তত কয়েক প্রজন্ম ধরে বহু মানুষের হৃদয়ে বেঁচে থাকবে অ্যাশ-পিকাচু।
জাপানি এই অ্যানিমে শুরু হয় ১৯৯৭ সালে। যার কয়েকটি সিনেমাও রয়েছে। অ্যাশের স্বপ্ন সে হবে পোকেমন মাস্টার। পোকেমন মাস্টারদের কাজ হচ্ছে পিকাচুর মতো পোকেমন সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ দেয়া এবং তাদের দিয়ে বিশ্বজুড়ে অন্যান্য মাস্টারদের পোকেমনের সঙ্গে লড়াই করা। ঠিকভাবেই বিশ্বজুড়ে পোকেমনের সেরা মাস্টার হওয়া যায়। সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়ার সময় মাত্র ১০ম জন্মদিনে তার দেখা হয় পিকাচুর সঙ্গে।
অ্যাশের স্বপ্ন গতমাসে পূরণ হয়েছে। ‘পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’-এর খেতাব তার দখলে চলে এসেছে।
আগামী বছরে অ্যানিমেটিতে প্রধান নতুন দুই চরিত্র দেখা যাবে। লিকো নামের ছোট্ট এক মেয়ে এবং রয় নামের এক ছেলে। সঙ্গে থাকবে তিনটি ‘পালডে স্টার্টার পোকেমন’।
প্রযোজকরা বলেছেন, ‘এতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব ও পোকেমন, অ্যানিমে অনুরাগীদের ভালবাসার সবকিছুই উপস্থাপন থাকবে।’
তার আগে, ১৩ জানুয়ারিতে দেখা যাবে ‘পোকেমন জার্নি ইন দ্য ওয়েস্ট’ শিরোনামে ১৩ পর্বের উপসংহার সিরিজ। যেখানে বলা হবে অ্যাশ ও পিকাচুর চূড়ান্ত অধ্যায়ের গল্প।
আরও পড়ুন: সাংস্কৃতিক চীন: কাল ও দেশের সীমা পেরিয়ে চীনা চায়ের সুবাস
প্যাকেটজাত আলুর চিপস কেন শরীরের জন্য ক্ষতিকর?
২ বছর আগে