জামায়াতের আমীর
নতুন জঙ্গি সংগঠনকে মদদ দিচ্ছেন জামায়াতের আমীর: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান খন্দকার গোলাম ফারুক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির (প্রধান) শফিকুর রহমানের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে সমর্থন ও অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, জামায়াতের আমিরের ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং পরে সে স্বেচ্ছায় তাদের সমর্থন ও অর্থায়ন করে।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার শফিকুল অবসরে যাচ্ছেন ৩০ অক্টোবর
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে জামায়াত প্রধানকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জামায়াতের অন্য কোনো নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে কি না- জানতে চাইলে কমিশনার বলেন, ‘গোপনীয়তার স্বার্থে আমি এখন সে তথ্য প্রকাশ করছি না। অপারেশন সফল হওয়ার পর বিস্তারিত জানাব।’
ঢাকার আদালত থেকে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে ফারুক বলেন, ‘আমরা তদন্ত কমিটির রিপোর্ট পেতে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদনে বলা হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নজরদারি শুধু ওই দুই জঙ্গিকে নয়, এই ঘটনার সঙ্গে জড়িত আরও অনেককে শনাক্ত করেছে। আশা করি শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করতে পারব।’
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপি সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফৌজদারি অপরাধ না হলে রাজনৈতিক সমাবেশে সহযোগিতা করবে পুলিশ: ডিএমপি কমিশনার
২ বছর আগে