ভাড়া ৫০% কমানোর দাবি
মেট্রোরেলের ভাড়া ৫০% কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির
মেট্রোরেলের ভাড়া সিটি বাস সার্ভিসের দ্বিগুণ নির্ধারণকে অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছে যাত্রী কল্যাণ সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
তারা প্রতি কিলোমিটার ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি করেছে এবং ন্যূনতম ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা মেট্রোরেল উদ্বোধনের আগে তাদের দাবি পূরণ করতে হবে।
আরও পড়ুন: মেট্রোরেলের আরেকটি চালান পৌঁছাল মোংলা বন্দরে
তিনি বলেন, আর্থ-সামাজিক অবস্থা, মাথাপিছু আয় এবং জিডিপি বিবেচনায় প্রায় সব সূচকেই ঢাকা ও ভারতের কলকাতা শহর অনেকটা একই রকম।
তবে ঢাকায় মেট্রোরেলের প্রতি কিলোমিটার ভাড়া দুই গুণ বেশি হবে এবং কলকাতায় মেট্রোরেলের তুলনায় মোট ভাড়া চার গুণ বেশি হবে বলে জানান তিনি।
মোজাম্মেল বলেন, ‘এটি যাত্রীদের স্বার্থকে চরমভাবে ব্যাহত করবে এবং ধাক্কাধাক্কি বাস কোম্পানিগুলো উপকৃত হবে। যাত্রীরা নিয়মিত মেট্রোরেল ব্যবহার করার ক্ষমতা হারাবে এবং মেট্রোরেল যাত্রী বহনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।’
এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে বলেছে যে সড়ক পরিবহন ভাড়ার তুলনায় মেট্রোরেলের ভাড়া সবচেয়ে সস্তা।
তিনি বলেন, ‘কলকাতা মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা বা ৬ টাকা, কিন্তু ঢাকা মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। কলকাতা মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা বা ৩১ টাকা, যা ঢাকা মেট্রোরেলে ১০০ টাকা।’
নয়াদিল্লি ও কলকাতাসহ এশিয়ার বিভিন্ন মেট্রো রেলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোরেলের তুলনায় অন্যান্য দেশের এই মেট্রোরেল পরিষেবাগুলোর ভাড়া সস্তা, কারণ এগুলোর নির্মাণ খরচ কম।’
তিনি বলেন, সাধারণ যাত্রীরা জানতে চান কেন বাংলাদেশ অন্যান্য দেশের প্রতিযোগিতামূলক ব্যয়ের বিপরীতে মেট্রোরেল নির্মাণে এত বেশি ব্যয় করেছে।
তিনি আরও বলেন, ‘কিছু মেগা প্রকল্পে হিসাবহীনভাবে ব্যয় হচ্ছে, আবার কিছু অসাধু ব্যবসায়ী ব্যাংক খালি করে দিচ্ছে। ফলে জনগণকে চড়া মূল্য দিতে হচ্ছে। আমাদের প্রতিবেশি দেশ ভারতের তুলনায় বাংলাদেশে চাল, ডাল, তেল, মাছ, মাংসের দাম দ্বিগুণ; কোনো কোনো ক্ষেত্রে তিন গুণেরও বেশি।’
আরও পড়ুন: মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে
মেট্রোরেলে চাকরি: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি ২০২২
২ বছর আগে