তৃতীয় বিশ্বকাপ
মেসির ভাগ্য পূরণ, তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা
লিওনেল মেসির এক প্রজন্মের ক্যারিয়ারের সমাপ্তি। আর্জেন্টিনা সুপারস্টার অবশেষে হলেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
কিলিয়ান এমবাপ্পে ৫৬ বছরের মধ্যে ফাইনালে প্রথম হ্যাটট্রিক করলেও মেসি দু’টি গোল এবং তারপরে আরেকটি শ্যুটআউটে গোল করেন।
এখন আর কোনো বিতর্ক নেই। মেসি নিশ্চিতভাবে ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, পেলের সঙ্গে – ব্রাজিল থেকে রেকর্ড তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন - এবং দিয়েগো ম্যারাডোনা, প্রয়াত আর্জেন্টিনা গ্রেট, যার সঙ্গে মেসির তুলনা করা হত।
ম্যারাডোনা ১৯৮৬ সালে যা করেছিলেন তা অর্জন করলেন মেসি এবং আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ জয় করলেন। মশালটি একদিন এমবাপ্পের কাছে চলে যাবে, যার শেষ সময়ের করা গোলগুলো টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ফাইনালগুলোর একটিকে আলোকিত করেছিল এবং ১৯৬৬ সাল থেকে তাকে ফাইনালে হ্যাটট্রিকের প্রথম স্কোরার বানিয়েছিল, তবে এখনও নয়।
‘চল যাই, আর্জেন্টিনা!’ ম্যাচ-পরবর্তী উদযাপনে মাঠে মাইক্রোফোনে গর্জন করেন মেসি।
আরও পড়ুন: কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: স্বপ্নের শিরোপা জয়ী মেসির আর্জেন্টিনা
২ বছর আগে