ক্রোয়েশিয়া
জনশক্তি রপ্তানির বিষয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে: মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির জন্য ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল) এর মাধ্যমে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০২ জনের মধ্যে ৩০ জন কর্মীর বিদায় উপলক্ষে সোমবার রাজধানীতে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার এবং ইউরোপে শ্রম অভিবাসনের হার প্রতিনিয়ত বাড়ছে।
আরও পড়ুন: ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা
তিনি বলেন, বিওইএসএল-এর মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।
মন্ত্রী বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি মনোযোগ দিয়ে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এবং মন্ত্রণালয়, বিওইএসএল এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: মার্কিন উপ-সহকারী সচিব
ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
২ বছর আগে