মুকুট
মিসেস ওয়ার্ল্ডের মুকুট জিতে নিলেন সারগম কৌশাল
৬৩টি দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে মিসেস ওয়ার্ল্ড ২০২২ এর মুকুট জিতেছেন সারগাম কৌশাল। এর মধ্য দিয়ে তিনি ২১ বছর পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট ভারতে ফিরিয়ে এনেছেন কৌশাল।
রবিবার (১৮ ডিসেম্বর) দ্য মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার অফিসিয়াল ইনস্টাগ্রামের পেজে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
মিস ওয়ার্ল্ড ২০২২-এর ছবি শেয়ার করে তারা লিখেছেন,‘দীর্ঘ অপেক্ষার অবসান হল, ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেয়েছি!’
আরও পড়ুন: ঐশী জিতবে কি আজকের চূড়ান্ত পর্বে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট!
শনিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্টগেট লাস ভেগাস রিসোর্ট ও ক্যাসিনোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২১ সালের মিসেস ওয়ার্ল্ড মুকুট জয়ী শ্যালিন ফোর্ড এবারের বিজয়ী কৌশালের মাথায় মুকুট পড়ান।
এছাড়া মিসেস পলিনেশিয়া ও মিসেস কানাডা প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসেবে নির্বাচিত হন।
সারগাম ফাইনাল রাউন্ডের জন্য একটি টকটকে গোলাপি স্লিট গাউন পরেছিলেন।
ভিডিওতে মিসেস ওয়ার্ল্ড ২০২২ হিসেবে তার নাম ঘোষণার পর সারগাম কান্নায় ভেঙে পড়েন এবং গর্বিতভাবে মাথায় মুকুট পরে হাঁটেন।
আরও পড়ুন: মুকুট জিতে যেসব সুবিধা পাবেন নতুন মিস ইউনিভার্স
মিস ইউনিভার্স মুকুট পড়লেন আফ্রিকান সুন্দরী
২ বছর আগে