২৩ হাজার ৯৬৮ জন আটক
সারাদেশে বিশেষ অভিযানে ২৩ হাজার ৯৬৮ জন আটক
বিশেষ অভিযানে সারাদেশে ৭২ জঙ্গি ও তালিকাভুক্ত অপরাধীসহ ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ হেডকোয়ার্টারের এক কর্মকর্তা বলেন, পুলিশ ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৩ হাজার ৪২৯টি বিশেষ অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৪
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় ১৫ হাজার ৯৬৮ জনকে ওয়ান্টেড করা হয়েছে এবং অভিযানকালে দায়ের করা পাঁচ হাজার ১৩২টি মামলায় আট হাজার জনকে আটক করা হয়েছে।
অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর পুলিশ এ অভিযান চালায়।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য গত ২১ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত (ঢাকা সিএমএম কোর্ট) প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলেন- আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান।
আরও পড়ুন: হাজিগঞ্জে ১১ নারী ‘জামায়াত কর্মী’ আটক
শ্রীমঙ্গলে শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গা আটক
২ বছর আগে