পেট কাটা ষ
নুহাশের ‘পেট কাটা ষ’ এবার আন্তর্জাতিক অঙ্গনে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও নুহাশ হুমায়ূন। এবার তার ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ নির্বাচিত হয়েছে ইউরোপের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে।
খবরটি নুহাশ হুমায়ূন নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ-অফিসিয়াল সিলেকশন পেয়েছে এবং আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।
আরও পড়ুন: 'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে।
নুহাশ আরও লিখেন, প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্লাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল।
এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়।
অভিনন্দন জানাতে চাই এই কাজটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি সংশ্লিষ্ট সকলকে, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘পেট কাটা ষ’ প্রচারের পর ব্যাপক প্রশংসা পায়।
পেট কাটা ‘ষ’ সিরিজের ১১০ মিনিটের আর্ন্তজাতিক প্রিমিয়ার হবে এই চলচ্চিত্র উৎসবে।
এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, কাজী নওশাবাসহ অনকে।
আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ডের মুকুট জিতে নিলেন সারগম কৌশাল
নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
২ বছর আগে