৪ জন আহত
নাটোরে প্রতিপক্ষের হামলায় আ. লীগের বিভিন্ন সংগঠনের ৪ জন আহত
নাটোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠনের চার জন আহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শহরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব হামলা চালায়।
আহতদের মধ্যে জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে (৪০) আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে ২ পুলিশ আহত
আহত পরিবহন শ্রমিক নেতা মোহম্মদ আশা (৩৫), সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান (৪৮) ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুলকে (৪০) জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত পরিবহন শ্রমিক নেতা মোহম্মদ আশা অভিযোগ করে বলেন, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সমর্থিত সেলিমের নেতৃত্বে শহরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব হামলা চালায়।
খবর পেয়ে বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আহতদের দেখতে হাসপাতালে যান।
তিনি দ্রুত অভিযুক্তদের আটক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বিচ্ছিন্নভাবে যারা এসব হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
২ বছর আগে