চ্যানেল নাইন
কবে অনুষ্ঠিত হবে ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজনের শেষ পর্ব?
শুক্র, শনি, রবি- এই তিনটি দিন রাত ৮টা ২৫ মিনিট মানেই ‘ব্যাচেলর পার্টি’ গান দিয়ে শুরু হওয়া কমেডি ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এ সময়ের স্বনামধন্য নাট্যকার কাজল আরেফিন অমির পক্ষ থেকে বর্তমান প্রজন্মের প্রতি এক অসামান্য উপহার।
মোশনরক এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে ২০১৮ সালের ৪ আগস্ট চ্যানেল নাইনে সম্প্রচারের মাধ্যমে পথ চলা শুরু হয় ব্যাচেলর পয়েন্টের। সেই থেকে একে একে তিনটি সিজন শেষ করে এখন চতুর্থ সিজনে উপনীত হয়েছে ধারাবাহিকটি। দ্বিতীয় ও তৃতীয় সিজনের সূত্র ধরে চতুর্থ সিজনটিও এখন সম্প্রচার হচ্ছে বাংলা ভিশনে। পাশাপাশি দেখা যাচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলেও। এবার চার নম্বর সিজনটিরও সমাপ্তি ঘটতে যাচ্ছে। কবে অনুষ্ঠিত হবে শেষ পর্ব, আর এরপর ব্যাচেলর পয়েন্ট আদৌ আসবে কি না, চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
ব্যাচেলর পয়েন্ট ৪-এর জনপ্রিয়তা
ব্যস্ত রাজধানীর চিরায়ত ব্যাচেলর জীবনের নানা চড়াই-উৎড়াইয়ের এক সামষ্টিক পরিবেশনা ব্যাচেলর পয়েন্ট। রম্য গল্পের বিশাল অংশ জুড়ে রয়েছে দেশের বিভিন্ন জেলার মানুষের আঞ্চলিক সংলাপ। মোশনরক এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পেয়ে আসছে।
আরও পড়ুন: 'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
অমির গল্প, পরিচালনা ও চিত্রনাট্যের চমকপ্রদ প্রকাশে দারুণ ভাবে ফলপ্রসূ হয়ে ওঠে প্রথম দুটি সিজন। চিত্রনাট্যে অমির সঙ্গে ছিলেন প্রযোজক তৌহিদ তালুকদার। সেই দুটি সিজনের জনপ্রিয়তার রেশ ধরেই ব্যাচেলর পয়েন্ট টিম বাধ্য হয় তৃতীয় সিজন তৈরির। সিজনটি সফলভাবে শেষ করার পরেও বিশ্রাম মেলেনি তাদের। এ বছরেও সেই আকর্ষণের ধাক্কাটা যেন আরও বহুগুণে বেড়ে ওঠে।
ক্যামেরার পেছনে শুরু থেকে ছিলেন বিকাশ সাহা ও মং চেন। সম্পাদনার দায়িত্বে ছিলেন আরিফিন সরকার। ভক্তদের তুমুল চাহিদায় আরও দারুণ কিছু উপহার দেয়ার জন্য আবারও মস্তিষ্কে ঝড় তোলেন ব্যাচেলর পয়েন্ট কারিগর অমি। একই টিম নিয়ে পুরোদমে কাজ শুরু হয়ে যায়।
অতঃপর ২০২২ সালের ১১ মার্চ যাত্রা করে সিজন-৪ এর প্রথম পর্ব। বাংলা ভিশনের প্রচারের পরই ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে রাত ৯টায় আপলোড করে পর্বটি। প্রচারের সাত ঘণ্টার মধ্যেই কন্টেন্টটির ৩০ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পরের পর্বগুলোতেও হৈচৈ মোতেই মুষড়ে পড়েনি। এমনকি আগের বছরগুলোতে ব্যাচেলর কোয়ারেন্টাইন ও ব্যাচেলর ঈদের জনপ্রিয়তার রেশ ধরে এবারেও আলাদাভাবে আয়োজন করা হয়েছে ব্যাচেলর রমজান, ব্যাচেলর কোরবানি এবং সর্বশেষ ব্যাচেলর ফুটবলের।
আরও পড়ুন: নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি
শুধু আলোচনাতেই নয়, বেশ সমালোচনাতেও ছিল এবারের সংস্করণটি। গত সেপ্টেম্বরে সম্প্রচারিত পর্বগুলোতে বেশ কিছু সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার সৃষ্টি হয়। আপত্তিকর সংলাপগুলোর কারণে ইউটিউব থেকে ধারাবাহিকটির কয়েকটি পর্ব সরিয়ে নেয়া হয়।
ব্যাচেলর পয়েন্টের সিজন-৫ কি আসবে?
২০২২ সালের ২০ ডিসেম্বর মঙ্গলবার ধারাবাহিকটির প্রধান অভিনেতাদের মধ্যে অন্যতম জিয়াউল হক পলাশ তার নিজের ফেসবুক পেজের মাধ্যমে একটি কেকের ছবি শেয়ার করেন। এখানে মূল ফোকাস ছিল কেকটির লেখা- ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪ দ্য জার্নি ইজ ওভার’। এর মাধ্যমেই ঘোষণা করা হয় সিজন-৪ এর শেষ হওয়ার কথা। অন্তিম পর্বটি হবে আগামী ২৪ ডিসেম্বর। এ নিয়ে হাস্যকৌতুকে ভরা ধারাবাহিকটির সর্বমোট ১১৭টি পর্ব হতে যাচ্ছে।
এটিই শেষ সিজন কি না সে ব্যাপারে ব্যাচেলর পয়েন্ট টিমের কারও পক্ষে সরাসরি কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে দলের ক্যাপ্টেন কাজল আরেফিন অমি যতদিন পারবেন এমন করে দর্শকদেরকে আনন্দ দিয়ে যাবার অভিমত ব্যক্ত করেছেন। কাবিলা ও শুভদের জীবনের আরও চমকপ্রদ কিছু দেখানোর জন্য তার এই আশাবাদ এখন ভক্তদেরকে আরও একটি সিজনের স্বপ্ন দেখাচ্ছে।
আরও পড়ুন: নুহাশের ‘পেট কাটা ষ’ এবার আন্তর্জাতিক অঙ্গনে
ব্যাচেলর পয়েন্টের তারকাখ্যাতি
তারকাবহুল ব্যাচেলর পয়েন্টকে ঘিরে সামাজিক মাধ্যম শুরু থেকেই ছিল উৎসবমুখর। প্রতি সিজনেই নতুন নতুন চমক নিয়ে যুক্ত হয়েছেন জনপ্রিয় সব তারকা ও নতুন নতুন মুখ। মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, সাবিলা নূর, মুকিত জাকারিয়া, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, শিমুল শর্মা শুরু থেকেই ছিলেন ব্যাচেলর পয়েন্ট পরিবারের সঙ্গে। পরবর্তীতে দ্বিতীয় সিজন থেকে যোগ দেন মারজুক রাসেল, তামিম মৃধা, সানজানা সরকার রিয়া ও নাঈম খান তুর্য।
সুমন পাটোয়ারি, ফারিয়া শেহরীন, শারাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল আছেন তৃতীয় সিজন থেকে। এরই মাঝে শুধু প্রথম সিজনে দর্শক মাতিয়েছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদের মত তারকারা। রম্য ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার ও নাদিয়া আফরিন মিমকে পেয়েছেন প্রথম দুইটি সিজনে। আর ৪ নম্বর সিজনে যুক্ত হয়েছেন পরসা ইভানা ও আশুতোষ সুজন।
শেষাংশ
যে সময়টি টিভি নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছিল, ঠিক সে সময়টিতে দর্শকদেরকে আবার টিভি স্ক্রিনের সামনে ফিরিয়ে আনে ব্যাচেলর পয়েন্ট। সিজনগুলো ক্রমাগত বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়েই সামনে অগ্রসর হয়েছে। সেদিক থেকে সিজন-৪ বিগত সবগুলো সিজনকে ছাড়িয়ে গেছে। ব্যাচেলর পয়েন্ট বিশেষ করে কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশের জন্য এক বিশাল সাফল্য। এছাড়াও নতুন মুখ শিমুল শর্মা ও লামিয়া চরিত্রের লামিমা লামও বেশ খ্যাতি পেয়েছেন। আর মিশু সাব্বির, মারজুক রাসেল ও চাষী আলম যথাক্রমে শুভ, পাশা ও হাবু চরিত্রের জন্য দর্শকদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: বান্নাহর নতুন ধারাবাহিক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’
১ বছর আগে