ভাপা পিঠা
গাইবান্ধায় ভাপা পিঠা আনতে গিয়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় ভাপা পিঠা আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বোচার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শিশু রাজিয়া আকতার (৮) জামালপুরের সানন্দবাড়ি গ্রামের আবু সাইদের মেয়ে।
আরও পড়ুন: রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন জানান, রাজিয়াসহ তার মা-বাবা ঢাকায় থাকেন। সকালে রাজিয়া আখতার তাদের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়ি বোচার বাজারে আসে। রাস্তার পাশের ভাপা পিঠা আনতে যায় সে। এ সময় রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দৌড় দিলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রাজিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় গাইবান্ধা হাসপাতালে নেয়ার পথে শিশু রাজিয়ার মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দিলে অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২ বছর আগে