৫ ইটভাটা
নড়াইলে ৫ ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচটি ‘অবৈধ’ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে প্রায় ১৬ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: দেশের সব অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশিফুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়ায় সরকারকর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রাম চিমনীর ইট ভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও ইট ভাটা অবৈধ হওয়ায় ঐ এলাকার পাঁচটি ইট ভাটাকে স্কেভেটর ও ট্রাকটরের সাহায্যে চিমনি, চুল্লী সম্পূর্ণ ভেঙে ফেলে ও প্রায় ১৬ লাখ কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদী জানান, নড়াইল জেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইট ভাটা সমূহের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এর মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ১৪০টি ইটভাটার ৯৪টি অনুমোদনহীন
কুষ্টিয়ায় ৭ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো আদালত
১০৭৯ দিন আগে