শনির আখড়া
রাজধানীতে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী পলাতক
রাজধানীর শনির আখড়ায় শনিবার ভোররাতে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ রূপা (৩০) আব্দুল জাহেরের স্ত্রী। শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, ঝগড়ার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্বামী আব্দুল জাহের তার স্ত্রী রূপার বুকের বাম পাশে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান।
ঘটনার পর আব্দুল জাহের পালিয়ে যান বলেও জানান এসআই মাহমুদা।
তিনি বলেন, খবর পেয়ে শনিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর ছোট ভাই রুবেল মিয়া বলেন, তার দুলাভাই নিয়মিত তার বোনকে মারধর করতো এবং কয়েক মাস আগে এ ধরনের ঘটনার পর তিনি রুবেলের বাড়িতে আশ্রয় নেন। পরে তাকে বুঝিয়ে তার স্বামীর ভাড়া বাসায় পাঠানো হয়।
রুবেল বলেন, তার বোন লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে থাকতে চাইতেন কিন্তু তার স্বামী তা চাইতো না। রূপা দেড় মাস আগে পোশাক কারখানার চাকরিটি ছেড়ে দেন এবং এর জেরে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।
তিনি বলেন, ‘শনিবার সকালে ভাগিনা আমাকে কল দিয়ে বলে সে সকালে ঘুমাচ্ছিলো। ছুরিকাঘাতের ফলে হঠাৎ তার মায়ের চিৎকারে ঘুম থেকে জেগে উঠে।’
এ খবর শোনার পর তিনি তার বোনের বাড়িতে যান এবং তাকে মৃত দেখতে পান বলেও জানান রুবেল।
আরও পড়ুন: খুলনার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত
সীতাকুণ্ডে ‘চোরে’র ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
৩ বছর আগে
ঢাকায় দুই ‘জেএমবি সদস্য’ আটক
রাজধানীর শনির আখড়া এলাকা থেকে রবিবার রাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
৪ বছর আগে