রাজধানীর শনির আখড়া এলাকা থেকে রবিবার রাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল উদ্দিন রফিক (২৬) এবং আনোয়ার হোসেন (২৫)।
সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম জানান, গুলিস্তান, মালিবাগ, সায়েন্স ল্যাব ও খামারবাড়িসহ রাজধানীর ৫টি এলাকায় বোমা হামলা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয়ার জন্যই গত বছর এসব হামলা চালানো হয়েছিল বলে জানান মনিরুল ইসলাম।