নবনির্বাচিত
ইসাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আনুষ্ঠানিকভাবে ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি এবং মহাসচিব জাকির উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন।
ইসাবের আগের কমিটির সভাপতি জহির উদ্দিন বাবর ও মহাসচিব এম মাহমুদুর রশিদ নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে রয়েছে জেষ্ঠ সহসভাপতি এসএম শাহজাহান সাজু, সহসভাপতি মতিন খান ও মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. মঞ্জুর আলম ও এম মাহমুদুর রশিদ।
এছাড়াও ইসাবের যুগ্ম মহাসচিব মো. মাহমুদ-ই-খোদা, সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ মো. নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. আল-এমরান হোসেন, মেজর মোহাম্মদ আশেক কামাল (অবসরপ্রাপ্ত) এবং মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে। আমাদের এখন নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই শিল্পায়নের দিকে অগ্রসর হতে হবে। শিল্প প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতেও বৈদ্যুতিক এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সম্পদ ও জানমালের সুরক্ষা দিতে হবে। শুধু রপ্তানি খাত নয়, অভ্যন্তরীণ বাজারের জন্যও আমাদের কমপ্লায়েন্স হওয়া জরুরি। এক্ষেত্রে ইসাবের ব্যাপকভাকে কাজ করার সুযোগ রয়েছে।’
আরও পড়ুন: ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত
ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি বলেন, টেকসই উন্নয়ন, শিল্পের বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্নিনিরাপত্তা এবং সুরক্ষার কোন বিকপ্ল নেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মাদ হাতেম, এফবিসিসিআইর পরিচালক ও ব্যবসায়ী নেতারা।
এর আগে ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি সংগঠনটির বিদায়ী পরিচালনা পর্ষদে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: দেশের সেরা হাউজওয়্যার ব্র্যান্ডের স্বীকৃতি পেল আরএফএল
১০ মাস আগে
পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে অভিনন্দন জানিয়েছেন।
ডোনাল্ড টাস্ককে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, ‘পোল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি বলেন, ‘এটি আপনার গতিশীল নেতৃত্বের প্রতি পোল্যান্ডের জনগণ এবং সরকারের আস্থার প্রতিফলন। আপনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোল্যান্ডের জনগণ আবারও আপনার দূরদর্শী নেতৃত্ব থেকে উপকৃত হবে।’
আরও পড়ুন: কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশের দ্বার খুলে দিতে ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভের পাশাপাশি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোতে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের সম্পর্ক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে কভার করে গভীরতা ও মাত্রায় বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে দু'দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও বন্ধুত্ব আমাদের অভিন্ন সমৃদ্ধির জন্য শক্তিশালী সম্পর্কের লক্ষ্যে আরও উন্নতি প্রত্যক্ষ করবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং পোল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ- ২০২৩: প্রথম জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদকে রাষ্ট্রপতির অভিনন্দন
১১ মাস আগে
দায়িত্ব নিয়েছে বিএসআরএফ’র নতুন কমিটি
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি।
এ সময় বিদায়ী সভাপতি তপন বিশ্বাস বলেন, ‘আমি মনে করি আমরা সুনামের সঙ্গে সংগঠন পরিচালনা করেছি। আগামী কমিটিও সুনামের সঙ্গে সংগঠনকে পরিচালনা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’
নবনির্বাচিত কমিটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, ‘এতদিন যারা দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সব সদস্যের সহযোগিতা চাই।’
আরও পড়ুন: বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক
সদস্যদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, ‘আপনাদের সহযোগিতায় গত দুই বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। একই পদে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আগাগী দুই বছরও আপনাদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই৷’
এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হন প্রতিদিনের বাংলাদেশের ফসিহ উদ্দীন মাহতাব। সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। যুগ্ম-সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।
আরও পড়ুন: সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলায় বিএসআরএফ’র উদ্বেগ
অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হন- সারাবাংলা ডটনেট-এর ঝর্ণা রায়, রাইজিংবিডি’র আসাদ আল মাহমুদ, আজকের পত্রিকা’র উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, জনকণ্ঠের মাহমুদ আকাশ, মাই টিভির মো. রাকিব হাসান, ডেইলি অবজার্ভারের মহসীনুল করিম লেবু ও আজকের পত্রিকার আয়নাল হোসেন।
আরও পড়ুন: অব্যাহতির পর রোজিনা ইসলামের বিরুদ্ধে বাদীর নারাজি দেয়ায় বিএসআরএফ’র উদ্বেগ
১ বছর আগে
কেসিসি নির্বাচন: নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণে অপেক্ষা করতে হবে আরও ৪ মাস
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন পুননির্বাচিত মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলরা। তবে নির্বাচনে জয়ী হলেও এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না তারা।
তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী আরও ৪ মাস অপেক্ষা করতে হবে নবনির্বাচিতদের।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: প্রস্তুত ইসি, বিজিবি মোতায়েন
আর ততদিন অর্থাৎ চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বর্তমান কাউন্সিলররাই নিজ পদে থাকবেন। কাউন্সিলরদের মধ্যে যারা পরাজিত হয়েছেন এবং নির্বাচনে অংশ নেননি এমন ১৮ জন কাউন্সিলরও নিজ পদে থাকবেন ১০ অক্টোবর পর্যন্ত। ১১ অক্টোবর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দায়িত্ব বুঝে নেবেন।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন -২০০৯) এর প্রথম অধ্যায়ের সিটি কর্পোরেশনের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, ‘কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে’।
কেসিসি থেকে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তালুকদার আবদুল খালেকের নেতৃত্বাধীন কেসিসির বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ করে ওই বছরের ২৫ সেপ্টেম্বর।
বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর। অর্থাৎ চলতি পরিষদের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ অক্টোবর।
মেয়াদ শেষের পরই নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, জাপা মেয়র প্রার্থীর অভিযোগ
কেসিসি নির্বাচন: অধিকাংশ কেন্দ্র ফাঁকা, ১১টা পর্যন্ত ভোটগ্রহণ ১১%
১ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটির
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা দশম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন: আ.লীগের জাতীয় কাউন্সিল: শেখ হাসিনা-কাদের পুননির্বাচিত
আ.লীগের ২২তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন শেখ হাসিনা
১ বছর আগে